জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর
(রাজস্ব শাখা) (www.dcfaridpur.gov.bd)
স্মারক নংঃ ০৫.১২,২৯০০.০১৪.০৩.০০৯.২২-১৭৫১
তারিখ : ০৮ অগ্রহায়ণ ১৪২১ বঙ্গাব্দ ২৩ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখার ০৩/১০/২০২২ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.১১.১৪১.১২-৪২৫ নং স্মারকের ছাড়পত্রের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর জেলাধীন উপজেলা ভূমি অফিসসমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নির্মিত ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে (http://dcfairdpur.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (online) এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত ভান্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
উৎসঃ কালের কণ্ঠ
প্রকাশঃ ২৮, ডিসেম্বর ২০২২ (পাতা নং ০৫)